'বব বিশ্বাস'-এর জন্য কত কেজি ওজন বাড়িয়েছেন অভিষেক ?

author-image
Harmeet
New Update
'বব বিশ্বাস'-এর  জন্য কত কেজি ওজন বাড়িয়েছেন অভিষেক ?

নিজস্ব সংবাদদাতাঃ  অভিষেক বচ্চনের  আগামী ছবি 'বব বিশ্বাস'  নিয়ে দর্শকের মনে উত্তেজনার অভাব নেই। যে চরিত্রে আগেই টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় হাড়হিম করা অভিনয় করে দর্শকের মনে ভীতি ধরিয়ে দিয়েছিলেন। সেই চরিত্র অভিষেক বচ্চন কতটা পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন তা নিয়ে ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গিয়েছে। 'বব বিশ্বাস' ছবিটি যে অভিষেক বচ্চনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ছবির জন্য় ফ্যাট স্যুট ব্যবহারের পরিবর্তে স্বাভাবিকভাবে ওজন বাড়িয়েছেন তিনি। 



 একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, 'আমি চেষ্টা করেছি মাত্র। শুরুতে ফ্যাট স্যুট ব্যবহারের চেষ্টাও করেছিলাম। কারণ, আমি সমস্ত কিছুকেই একবার সুযোগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু ফ্যাট স্যুট ব্যবহার করতে গিয়ে দেখলাম আমার চলাফেরায় খুব অসুবিধা হচ্ছে। এটা আমার কাছে খুবই অস্বস্তিকর ছিল। আর তাছাড়া, কোথাও নিজেরই মনে হচ্ছিল আমি দর্শকদের ঠকাচ্ছি। এর আগেও আমি ওজন বাড়িয়েছি চরিত্রের প্রয়োজনে। 'গুরু' ছবিটি করার সময় ১৪ থেকে ১৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। তাই 'বব বিশ্বাস' করার সময়ও স্বাভাবিকভাবেই ওজন বাড়াতে অসুবিধা হয়নি। চরিত্রের প্রয়োজনে আমি ওজন বাড়াই। যখন শ্যুটিং করছিলাম, তখন আমার ওজন ১০০ থেকে ১০৫ কেজি মতো ছিল।'