নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ত্রিপুরায় শুরু হয়েছে পুরভোট। সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরই মাঝে শোনা যাচ্ছে, পুরভোটের আগেই প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। অন্যদিকে আগরতলায় তৃণমূলের পোলিং এজেন্ট আক্রান্ত হয়েছেন বলে খবর। অভিযোগের তির বিজেপির দিকে। ৫ নং ওয়ার্ডের ২ তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ। জানা গিয়েছে, মক পোল চলাকালীন পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে। ওই পোলিং এজেন্টের মাথা ফেটে গিয়েছে।