নিজস্ব সংবাদদাতাঃ পুরভোটের আবহে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা। আজ সকাল থেকে ত্রিপুরায় শুরু হয়েছে পুরভোট। অভিযোগ, পুরভোটে আগের রাতেই প্রার্থীর বাড়িতে হামলা করা হয়। আমবাসায় ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপ্না পালের বাড়িতে হামলা চালানো হয় বলে খবর। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। বিলোনিয়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি করে আক্রান্ত ১৪৫ জন।