নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। পুজোর সময় প্রাক শীতের মরশুমে কিছুটা ঠান্ডা উপভোগ করলেও, বর্তমানে কিছুটা হলেও চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। নিম্নচাপের কারণে এই পরিস্থিতি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।