নিজস্ব সংবাদদাতাঃ কুড়ি মাস পর আবারও টোকেন চালু করছে মেট্রো। এতদিন করোনা সংক্রমনের কারণে টোকেন চালু করতে চাইনি মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসার ফলে ফের টোকেন চালু করছে মেট্রো। বিভিন্ন হাত ঘুরে আসার ফলে স্বাভাবিকভাবেই টোকেন থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির উপরে ভরসা রাখছেন মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, একটি মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হবে এই টোকেনগুলি। যার নাম ইলেকট্রিক আল্ট্রাভায়োলেট লাইট। প্রতিটি মেট্রো স্টেশনে এই মেশিনের ব্যবস্থা করা হয়েছে।