নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। শেষ পর্যন্ত লঞ্চ হল নাসার DART মিশন। ২৪ নভেম্বর বুধবার ভারতীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিটে এই মিশন লঞ্চ করেছে মার্কিন স্পেস এজেন্সি নাসা। সূত্রের খবর অনুযায়ী, এক বছর ধরে চলবে এই অভিযান। নাসার এই ‘DART’ মিশনের মূল লক্ষ্য হল পৃথিবীর দিকে ধাবমান গ্রহাণুকে ভেঙে দেওয়া এবং তার গতিপথ পরিবর্তন করা।