নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২০২৪ সালের মধ্যে ভারতে আসবে ৬জি। এমনটাই ঘোষণা করলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতের টেলিকম সংস্থা বিএসএনএল সম্প্রতি ফোরজি পরীক্ষা করেছে। ৫জি বর্তমানে ভারতে নেই এবং এটি কখন চালু করা হবে তাও পরিষ্কার নয়। তবে সরকার এখন ৬জি আনার প্রক্রিয়ায় রয়েছে। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারত ৬জি প্রযুক্তি বিকাশের জন্য কাজ করছে। ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুতে ভারতে ৬জি চালু হতে চলেছে। এক বৈঠকে মন্ত্রী বলেন, ৬জি নিয়ে কাজ করা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের তা করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে ৬জি উন্নয়ন শুরু হয়েছে। সরকার এই দিকে কাজ করছে।