সন্তানের জন্ম দেওয়াই মহিলাদের কাজঃ তালিবান মুখপাত্র

author-image
Harmeet
New Update
সন্তানের জন্ম দেওয়াই মহিলাদের কাজঃ তালিবান মুখপাত্র

নিজস্ব সংবাদদাতাঃ ফের সম্প্রসারিত হল তালিবান মন্ত্রিসভা। এ বারও নেই কোনও মহিলা প্রতিনিধি। এ বারও প্রায় অধিকাংশই সদস্যই যোদ্ধা বাহিনীর। তবে তালিবান শাসনকার্যে মহিলাদের যে স্থান হবে না তা সরকার গড়েই জানিয়েছিল তারা। অগস্টে কাবুলের দখল নেওযার পর অবশ্য তালিবান বলেছিল, বিরোধী এবং মহিলাদের নিয়েই এগোতে চায় তারা। কিন্তু এক মাসের মধ্যেই সুর বদলে যায়। তালিবানের নয়া মুখপাত্র সৈয়দ জাখরুল্লা হাসিমি সে দিনই জানিয়ে দিয়েছিলেন, আফগানিস্তান মন্ত্রিসভায় ভবিষ্যতেও কোনও মহিলার ঠাঁই পাওয়ার সম্ভাবনা নেই। আফগানিস্তানের এক সংবাদ মাধ্যমকে হাসিমি বলেছিলেন, ‘মন্ত্রিত্ব করা নয়, সন্তানের জন্ম দেওয়াই মহিলাদের কাজ। আপনি কি তাঁদের (মহিলা) ঘাড়ে এমন দায়িত্ব চাপিয়ে দেবেন, যার ভার তাঁরা বইতে পারবেন না? মন্ত্রিত্ব করা মহিলাদের কাজ নয়। তাই আমরা কোনও মহিলাকে মন্ত্রী করিনি।’