নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৬ নভেম্বর থেকে এয়ারটেলের মোবাইল প্ল্যানের দাম বাড়ছে। সব প্ল্যানই প্রায় ন্যূনতম ২০ টাকা করে বাড়ছে। বেশি দামী প্ল্যানগুলির ক্ষেত্রে বৃদ্ধির অঙ্কও বেশি। তবে এবার তো তাহলে দুটি উপায়। হয় একই দামে আরও কম বেনিফিটের প্ল্যান খুঁজতে হবে। নয়তো বেশি দাম দিয়েই আগের প্ল্যানটা রিচার্জ করতে হবে। পুরোটাই আপনার বাজেট ও প্রয়োজনীয়তার উপর। একনজরে দেখে নেওয়া যাক কম টাকার মধ্যে এয়ারটেলের কী প্ল্যান রয়েছে :
এয়ারটেলের ২৪৯ টাকার প্ল্যানঃ মেয়াদ - ২৮ দিন, ডেটা: ১.৫ জিবি, কল: আনলিমিটেড, SMS: দিনে ১০০ টি, আনুষঙ্গিক : আমাজন প্রাইম ভিডিয়োর ৩০ দিনের ফ্রি ট্রায়াল, Wynk মিউজিক ।
এয়ারটেলের ২১৯ টাকার প্ল্যানঃ মেয়াদ : ২৮ দিন, ডেটা: ১ জিবি, কল: আনলিমিটেড, SMS: দিনে ১০০ টি, আনুষঙ্গিক : আমাজন প্রাইম ভিডিয়োর ৩০ দিনের ফ্রি ট্রায়াল, Wynk মিউজিক। এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানঃ মেয়াদ : ২৪ দিন, ডেটা: ১ জিবি, কল: আনলিমিটেড, SMS: দিনে ১০০ টি, আনুষঙ্গিক : আমাজন প্রাইম ভিডিয়োর ৩০ দিনের ফ্রি ট্রায়াল, Wynk মিউজিক। এয়ারটেলের ১৪৯ টাকার প্ল্যানঃ মেয়াদ : ২৮ দিন, ডেটা: মোট ২ জিবি, কল: আনলিমিটেড, SMS: মোট ৩০০টি, আনুষঙ্গিক : আমাজন প্রাইম ভিডিয়োর ৩০ দিনের ফ্রি ট্রায়াল, Wynk মিউজিক।
শুক্রবার থেকে এয়ারটেলের মোবাইল প্ল্যানের দাম বাড়ছে
New Update