নিজস্ব সংবাদদাতাঃ রেলযাত্রীদের জন্য সুখবর, বেশ কয়েকটি ট্রেনে শুরু হচ্ছে ক্যাটারিং ব্যবস্থা। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস ও গতিমানের মতো ট্রেনগুলিতে রান্না করা খাবার দেওয়া হবে রেলের তরফে। উল্লেখ্য, কোভিড ভীতি কাটিয়ে ধিরে ধিরে ছন্দে ফিরছে দেশ। সেইসঙ্গে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবাও। করোনা কালে ট্রেনে খাবার দেওয়া হত না, ফলে সমস্যায় পড়তে হত বহু মানুষকে। তবে এবার তাঁদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল রেল।