ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্তের সময় সুরক্ষা জুগিয়েছে কোভ্যাক্সিন

author-image
Harmeet
New Update
ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্তের সময় সুরক্ষা জুগিয়েছে কোভ্যাক্সিন

নিজস্ব সংবাদদাতাঃ কোভ্যাক্সিনের দুটি ডোজ নিলে করোনা ভাইরাসের আক্রমণ থেকে মানুষ ৫০ শতাংশ বেশি সুরক্ষিত। সম্প্রতি একটি  সমীক্ষায় দেখা গিয়েছে, কোভ্যাক্সিনের  দুটি ডোজ, যাকে BBV152 বলা হয়, তা নিলে অনেকটাই সুরক্ষিত থাকা যায় করোনা  থেকে। করোনাভাইরাস প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকরী এই টিকা।  প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, দু’টি কোভ্যাক্সিন টিকা নেওয়ার ২ সপ্তাহ পরে দেহে করোনাভাইরাস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টিবডি গঠনের প্রক্রিয়া শুরু হয়।