বছরের শেষেই শিয়ালদহে চালু হতে পারে মেট্রো পরিষেবা

author-image
Harmeet
New Update
বছরের শেষেই শিয়ালদহে চালু হতে পারে মেট্রো পরিষেবা

নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েকটি ধাপ বাকি। তারপরেই শিয়ালদহ পর্যন্ত ছুটতে পারে মেট্রো। মাসখানেক আগে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান করা হয়েছিল। তা সফলও হয়েছিল। গত সপ্তাহে মেট্রোর সিগন্যাল ব্যবস্থা এবং মেট্রো চলাচল সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। একটি নিরপেক্ষ সংস্থা এই সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ করছে। এই সংস্থার কাছে এই সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র পাওয়ার পাশাপাশি অগ্নিনির্বাপণ নিয়ে ছাড়পত্র পেলেই কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে আবেদন জানাবে মেট্রো। আর রেলওয়ে সেফটির কাছে ছাড়পত্র পেলেই চালু হয়ে যাবে শিয়ালদহ পর্যন্ত মেট্রো। এই সব কিছুর জন্য আরও দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। ফলে এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।