সমবায় সোসাইটিগুলি আদতে ব্যাঙ্ক নয়, সতর্কবাণী RBI-এর

author-image
Harmeet
New Update
সমবায় সোসাইটিগুলি আদতে ব্যাঙ্ক নয়, সতর্কবাণী RBI-এর

নিজস্ব সংবাদদাতাঃ 'কোঅপারেটিভ ব্যাঙ্ক' আদতে ব্যাঙ্ক নয়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমানতকারীদের সতর্ক করতে এই বিষয়ে তর্কবাণী প্রকাশ করল আরবিআই। বহু কোঅপরাটেভি সোসাইটি নিজেদের নামের সঙ্গে 'ব্যাঙ্ক' শব্দটি জুড়ে দেয়। তবে ব্যাঙ্কিং রেগুলেশন আইন, ১৯৪৯ এর সংশোধনী অনুযায়ী, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে কোনও কোঅপারেটিভ সোসাইটি নিজেদের নামের সঙ্গে ব্যাঙ্ক বা সেই ধরনের কোনও শব্দ জুড়তে পারবে না। শুধুমাত্র যেসব কোঅপারেটিভ আরবিআই অনুমোদিত, সেগুলোই 'ব্যাঙ্ক' শব্দটি ব্যবহার করতে পারবে নিজেদের নামের সঙ্গে। এক বিবৃতি প্রকাশ করে আরবিআই-এর তরফে এই বিষয়ে জানানো হয় যে, বেশ কিছু কোঅপারেটিভ সোসাইটি নিজেদের নামে 'ব্যাঙ্ক' শব্দটি ব্যবহার করছে। বিষয়টি আইন বিরোধী বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এদিকে অনেক ক্ষেত্রেই সমবায়ের সদস্য না হয়েও সেই প্রতিষ্ঠানে টাকা গচ্ছিত রাখছেন অনেকে। আইনত সেই টাকা জমা নিতে পারে না কোঅপারেটিভ সোসাইটিগুলি।