নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে আমেরিকার বিপর্যয়ে পোয়াবারো চিনের। এবার যুদ্ধজর্জর দেশটিতে বহুমূল্য খনিজের সন্ধানে হাজির হয়েছে চিনারা। জানা গিয়েছে, আফগানিস্তানে মজুত বহুমুল্য লিথিয়াম ধাতুর সন্ধান শুরু করবে বেজিং থেকে আসা বিশেষজ্ঞদের দলটি। ব্যাটারি নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থ হচ্ছে লিথিয়াম। যানবাহন, মোবাইল ফোন ও ল্যাপটপ ইত্যাদিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। ফলে এই পদার্থের গুরুত্ব অপরিসীম। মূলত চিন থেকেই ব্যাটারি শিল্পের কাঁচামাল এবং খনিজ আকরিক আসে ভারতের মতো দেশগুলিতে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা লিথিয়ামের ভাণ্ডার নিজেদের বাগে আনতে চাইছে জিনপিং প্রশাসন। ইতিমধ্যে লিথিয়াম খনির খোঁজে বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা চালিয়েছেন তাঁরা।