পেগাসাস নির্মাতা ইজরায়েলি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের অ্যাপলের

author-image
Harmeet
New Update
পেগাসাস নির্মাতা ইজরায়েলি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের অ্যাপলের

নিজস্ব সংবাদদাতাঃ পেগাসাস-বিতর্কের জের। এবার এই স্পাইওয়্যার প্রস্তুতকারী ইজরায়েলি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করল অ্যাপল। মঙ্গলবার মামলা দায়ের করে ওই সংস্থা NSO গ্রুপকে তাদের ১০ কোটি আইফোন ব্যবহারকারীকে টার্গেট করা রুখতে ব্লক করার অনুমতি চাওয়া হয়েছে সংস্থার তরফে। ক্যালিফোর্নিয়ার মার্কিন ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে। পরে সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, "ব্যবহারকারীদের আরও অপব্যবহার এবং ক্ষতি রোধ করতে অ্যাপল এনএসও গ্রুপকে কোনও সফ্টওয়্যার, পরিষেবা বা ডিভাইস ব্যবহার থেকে নিষিদ্ধ করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চাইছে।"  মামলার বক্তব্যে আইফোন নির্মাতা সংস্থার তরফে আরও লেখা হয়েছে, অভিযুক্ত এই সংস্থা কুখ্যাত হ্যাকার। একবিংশ শতাব্দীর অনৈতিক কার্য সম্পাদনকারী, যারা অত্যন্ত উন্নতমানের সাইবার নজরদারি যন্ত্রপাতি তৈরি করেছে। যা অপব্যবহারের ইন্ধন জোগায়।