নিজস্ব সংবাদদাতাঃ সুখবর, শহরে এক ধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ। ঘন কুয়াশায় মুখ ঢেকে গিয়েছে তিলোত্তমা। আর তার জেরে এক লাফে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল থেকে নামবে পারদ। সপ্তাহের শেষের দিকে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকবে।