প্রকাশিত হল নয়া প্যারোল বিধি

author-image
Harmeet
New Update
প্রকাশিত হল নয়া প্যারোল বিধি


নিজস্ব সংবাদদাতাঃ সাজাপ্রাপ্ত বন্দিরা পাঁচিল ঘেরা জীবন থেকে কিছুদিনের জন্য মুক্তি পান। যার পোশাকি নাম প্যারোল। বহু আলাপ-আলোচনার পর অবশেষে এ রাজ্যে বদলে গেল প্যারোল-বিধি। সম্প্রতি প্রকাশিত হল ‘প্যারোল রুলস গেজেট ২০২১’ । নতুন নিয়ম অনুযায়ী, যে বন্দির সাজা ২ বছর হবে, একবছর সংশোধনাগারে কাটানোর পরে সংশ্লিষ্ট বন্দি ১৫ দিনের প্যারোলে মুক্তি পেতে পারেন। আর যে বন্দির সাজা ২ থেকে ৫ বছর হবে, তাঁর ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ২১ দিন প্যারোল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কারা দফতর। ৫ থেকে ১৪ বছর জেলের সাজা পাওয়া বন্দিদের ক্ষেত্রে প্যারোলের মেয়াদ ৩০ দিনের। আর রাজ্যে যাবজ্জীবন বন্দির ক্ষেত্রে প্যারোলের মেয়াদ হয়েছে ৪০ দিন।