নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় পৌরভোটের নির্বাচনী প্রচার কর্মসূচি শেষ করে রাজ্যে ফিরছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সায়নী ঘোষরা। আগরতলা থেকে ইন্ডিগোর একটি বিমানে ফেরার পথে, কলকাতা বিমানবন্দরে অবতরণের মুখেই ঝাঁকুনি। টার্বুলেন্স নাকি! না, না… সে তো মাঝ আকাশে হয়। সূত্রের খবর অনুযায়ী, বিমানটি অবতরণের জন্য পুরোপুরি তৈরি ছিল। কিন্তু তারপর হঠাৎই ঝাঁকুনি দিয়ে গতি বাড়িয়ে উপরের দিকে উঠতে শুরু করে বিমানটি। বিমানের ক্যাপ্টেন ককপিট থেকে মাইক্রোফোনে জানালেন গোটা বিষয়টি। বিমানটি যে রানওয়েতে অবতরণ করার কথা ছিল, সেখানে একটি কুকুর ঢুকে গিয়েছিল। আর এই সারমেয় বিপত্তির জেরেই বিমান অবতরণের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়। প্রায় পনেরো মিনিট আকাশেই চক্কর কাটতে থাকে বিমানটি।