নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের ইট ভাটা শ্রমিক ফজল তার ১৩ ও ১৫ বছর বয়সী কন্যাকে আড়াই লাখ টাকার বিনিময়ে দুই পুরুষের হাতে তুলে দিয়েছেন। যাদের হাতে কন্যাদের তুলে দেওয়া হয়েছে, তাদের বয়স কন্যাদের বয়সের প্রায় দ্বিগুণ।
এক বিশেষ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগান ইটভাটাশ্রমিক ফজলের এটা করা ছাড়া উপায় ছিল না। কারণ মোহরানার বিনিময়ে দুই নাবালিকা কন্যার বিয়ে না দিলে ফজলের পরিবারের সদস্যদের অনাহারে মৃত্যুর ঝুঁকি রয়েছে। মোহরানার এই অর্থ পাওয়ার পরও তাদের অনাহারে মৃত্যুর ঝুঁকি থেকে যাবে। তখন হয়তো তার সাত বয়সী তৃতীয় কন্যাকেও এইভাবে বিয়ে দিতে হবে।
আফগানিস্তানের এই দরিদ্র বাবা সংবাদমাধ্যমকে বলেন, পরিবারকে খাওয়ানো ও ঋণ পরিশোধের জন্য এটা করা ছাড়া আমার উপায় ছিল না। তবে তৃতীয় কন্যাকে এভাবে বিয়ে দিতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।