হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর শহর জুড়ে বাড়ছে গাছ মাফিয়াদের দৌরাত্ম্য। দুর্গাপুর ইস্পাত কারখানার জমি থেকে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে গাছ মাফিয়ারা। করোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গাছ বাঁচানোর বার্তা দিচ্ছেন তখন গাছ মাফিয়াদের দৌরাত্ম্যে নষ্ট হচ্ছে পরিবেশ। বনদফতরের কর্মীদের দৃষ্টি এড়িয়ে শহর দুর্গাপুরের ঋষি অরবিন্দ নগর এলাকায় বহু প্রাচীন পাঁচটি গাছ কেটে উধাও করে দেয় রবিবার রাত্রে দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের আধিকারিক সুদীপ কুমার ব্যানার্জি সহ বনদফতরের কর্মীরা। খতিয়ে দেখেন এবং তদন্ত চালানো হচ্ছে বলেও তিনি জানান। পরিবেশ প্রেমীরা অভিযোগ করেন, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষর গাফিলতির জেরে বাড়ছে গাছ ও ভূমি মাফিয়াদের দৌরাত্ম্য। এর সাথে ইস্পাত কারখানা কর্তৃপক্ষও জড়িত বলে অভিযোগ পরিবেশ প্রেমীদের। যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান বনদপ্তরের আধিকারিক সুদীপ কুমার ব্যানার্জি।