নিজস্ব সংবাদদাতাঃ ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে,পারস্য উপসাগরের জলসীমায় মার্কিন নৌবাহিনীর সাথে সংঘর্ষে ৯ জন ইরানি সেনা নিহত হয়েছে।
তুর্কি গণমাধ্যম দিয়ে সোমবার (২২ নভেম্বর) মিডলইস্ট মনিটর জানায়, ইরানি বার্তা সংস্থাএকটি নিউজ এজেন্সিকে সে দেশের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন। তবে কবে কখন এ সংঘর্ষ হয় তা জানাননি তিনি।
কমান্ডার তাংসিরি জানান, সংঘর্ষে আইআরজিসির ৯ জন সৈন্য নিহত হয়েছেন। তবে নিহতদের সম্পর্কে কিছু বলেননি তিনি। নৌবাহিনীর কমান্ডার ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেও উল্লেখ করেছেন।আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, চলতি নভেম্বরের শুরুর দিকে, ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে এক সংঘর্ষের পর ইরানের নৌবাহিনী ভিয়েতনামের একটি তেল ট্যাঙ্কার আটক করে। দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা শেষে এক সপ্তাহ পর জাহাজটি ছেড়ে দেয় তারা।