রাহুল পাসওয়ান, আসানসোল : আসানসোল পুরসভা দ্বারা তৈরি হওয়া হকার মার্কেট ঘুরে দেখলেন আসানসোলের পুরকমিশনার নীতিন সিংঘানিয়া। মঙ্গলবার সকালে আসানসোল গির্জামোড়ে অবস্থিত এই মার্কেট ঘুরে দেখে হকারদের সাথে বৈঠক করবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, আসানসোল বাজারে ফুটপাত পরিষ্কার রাখতে ও যানজট মুক্ত করতে হকারদের সেখান থেকে সরানোর সিদ্ধান্ত নেয় পুরসভা। সেই মত ২০০৬ সালে আসানসোল গির্জামোড়ে একটি হকার মার্কেট তৈরি করা হয়, যেখানে প্রায় ৫০০ টি দোকান তৈরি করে হকারদের সেখানে স্থানান্তরিত করে পুরসভা। অভিযোগ, এখন বেশ কিছু দোকান বন্ধ অবস্থায় রয়েছে এই মার্কেটে। মঙ্গলবার এই মার্কেট টি ঘুরে দেখেন পুর কমিশনার নীতিন সিংঘানিয়া। তিনি জানান, মার্কেটের কি পরিস্থিতি, সাফাই ঠিক হচ্ছে কিনা এবং পৌরসভার ট্যাক্স দেওয়ার নিয়ে বার্তা দেন। এখানে যারা দোকান করেন, তাদের কোনো অসুবিধা রয়েছে কিনা। এ সমস্ত বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। হকার মার্কেটের এক দোকানদার বলেন, পুরসভার পক্ষ থেকে এসেছিলেন। কবে থেকে দোকান করছি, আগে কার দোকান ছিল এটা এ ধরনের বিষয়ে খোঁজ নিয়েছেন। ফুটপাত মুক্ত করতে আসানসোলের বরাকর সহ বিভিন্ন এলাকায় ইতি মধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে পুরসভা। এখন দেখার আসানসোল বাজারে ফুটপাত পরিষ্কার রাখতে আর কী কী পদক্ষেপ নেয় পুরসভা।