নিজস্ব সংবাদদাতাঃ এবার থেকে অনলাইনেই নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেতে পারবেন যে কেউ। মঙ্গলবার থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে এই বিশেষ পরিষেবা পাওয়া যাচ্ছে। এর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইট kolkatatrafficpolice.gov.in এ গিয়ে ‘Download eNOC’ তে ক্লিক করে আবেদন করতে হবে।