এবার বাড়ি বসেই পাবেন ড্রাইভিং লাইসেন্সের এনও সি

author-image
Harmeet
New Update
এবার বাড়ি বসেই পাবেন ড্রাইভিং লাইসেন্সের এনও  সি

নিজস্ব সংবাদদাতাঃ  এবার থেকে অনলাইনেই নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেতে পারবেন যে কেউ। মঙ্গলবার থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে এই বিশেষ পরিষেবা পাওয়া যাচ্ছে। এর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইট kolkatatrafficpolice.gov.in এ গিয়ে ‘Download eNOC’ তে ক্লিক করে আবেদন করতে হবে।

কিভাবে গাড়ির জন্য  eNoc পাবেনঃ 


 ১. kolkatatrafficpolice.gov.in পেজটি খুলুন

২. Download eNOC-এ ক্লিক করুন
৩. গাড়ির নম্বর, Chassis নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর লিখুন
৪. ওটিপি আসবে
৫. ওটিপি কনফার্ম হওয়ার পর পপ-আপে দেখাবে গাড়িটি ইএনওসির জন্য যোগ্য
৬. এরপরই প্রিন্টেবল ইএনওসি পাবেন


কিভাবে ড্রাইভিং লাইসেন্সের eNoc পাবেনঃ 

১. kolkatatrafficpolice.gov.in পেজটি খুলুন

২. Download eNOC-এ ক্লিক করুন
৩. গাড়ির নম্বর, Chassis নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর লিখুন
৪. ওটিপি আসবে
৫. ওটিপি কনফার্ম হওয়ার পর পপ-আপে দেখাবে ইএনওসির জন্য যোগ্য কি না
৬. এরপরই প্রিন্টেবল ইএনওসি পাবেন