নিজস্ব সংবাদদাতাঃ ফের বিতর্কে জড়াল আইএসআইএস সমর্থিত ম্যাগাজিন ভয়েস অফ হিন্দ। এই ম্যাগাজিন ভগবান শিবের ভাঙা প্রতিমার প্রচ্ছদ সহ একটি নতুন সংখ্যা প্রকাশ করেছে। প্রতিমার নীচে প্রচ্ছদে বলা হয়েছে, "এখন মিথ্যা দেবতাদের ভাঙার সময়"। প্রতিমার বিকৃত ছবি ছাড়াও আইএসআইএস-এর পতাকাও রাখা হয়েছে। আর এই প্রচ্ছদটিকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। প্রচ্ছদটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নেটনাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। ম্যাগাজিনের এই মূর্তিটি কর্ণাটকের মুরুদেশ্বরের শিব মন্দিরে স্থাপিত ভগবান শিবের মূর্তির আদলে করা। এদিকে কর্ণাটকের কুমাতার বিজেপি বিধায়ক দিনাকর কেশব শেঠি এই ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন। সেইসঙ্গে তিনি লিখেছেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার নজরে এসেছে যে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর একটি ম্যাগাজিন 'ভয়েস অফ হিন্দ' মুর্দেশ্বর মন্দিরের শিব মূর্তি ধ্বংস করার ঘোষণা করেছে। হিন্দু মন্দিরগুলির সুরক্ষা এবং উন্নয়ন আমাদের দলের প্রধান নীতিগুলির মধ্যে অন্যতম। আমাদের প্রতিরক্ষা বিভাগ শক্তিশালী এবং এই জাতীয় হুমকির বিরুদ্ধে কাজ করার ক্ষমতা রাখে। ইতিমধ্যে ফোনে এই ব্যপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এই মন্দিরের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।" উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আইএসআইএস পন্থী প্রচার মাধ্যম আল-কিতাল মিডিয়া সেন্টার এবং জুনুদুল খিলাফাহ আল-হিন্দ 'ভয়েস অফ হিন্দ' ম্যাগাজিন চালু করে। এনআইএ জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশে 'কল সেন্টার টাইপ সেটআপ করা হয়েছে। এইসব অফিসেই এই পত্রিকাটি তৈরি করা হয়। প্রাথমিকভাবে মনে করা হত যে পত্রিকাটি আফগানিস্তান থেকে উদ্ভূত হয়েছিল, কিন্তু পরে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সহায়তায় তারা দক্ষিণ কাশ্মীরের সাথে একটি যোগসূত্র স্থাপন করে। আরও জানা যায়, পত্রিকাটি পাকিস্তানে সম্পাদিত হয় এবং মালদ্বীপ ও বাংলাদেশ থেকে বিষয়বস্তু নির্মাতাদের নিয়োগ করা হয়। ২০২১ সালের জুলাই মাসে এনআইএ অনন্তনাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করে, যাদের নাম উমর নিসার, তানভীর আহমাদ ভাট এবং রামিজ আহমাদ লোন, যাদের বিরুদ্ধে যুবকদের মধ্যে প্রচারণার বিষয়বস্তু সংগ্রহ ও প্রচার করার অভিযোগ আনা হয়।