স্ত্রীকে তাজমহল উপহার স্বামীর

author-image
Harmeet
New Update
স্ত্রীকে তাজমহল উপহার স্বামীর

নিজস্ব সংবাদদাতা : শাহজাহান মুমতাজের স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন। কিন্তু মধ্যপ্রদেশের ব্যবসায়ী তাজমহল বানালেন তার স্ত্রী জীবিত থাকতেই। ভালবাসার প্রদর্শন হিসেবে। তাদের ভালোবাসার প্রতীক হয়ে থাকবে তার বানানো তাজমহল।
বুরহানপুরের বাসিন্দা আনন্দ চোকসের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা রয়েছে। স্ত্রীর জন্য তাজমহলের অনুরূপ বাড়ি তৈরি করে দিয়েছেন তিনি। তিন বছরে গড়ে উঠেছে তাজমহল। মোট চারটি শয্যা কক্ষ রয়েছে। অন্দরমহলে শুধুই আধুনিকতার ছোঁয়া। ইন্দোর ও পশ্চিমবঙ্গের দক্ষ শিল্পীদের সহায়তায় মধ্যপ্রদেশেও স্থাপিত হয়েছে তাজমহল।