নিজস্ব সংবাদদাতাঃ এবারে খেলোয়াড়দের খাদ্য তালিকায় এমন কিছু নিয়মবিধি আনা হয় যা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। ভারতীয় খেলোয়াড়দের সীমিত ডায়েট প্ল্যান মেনে চলার কথা বলা হয়। যদি কোনো খেলোয়াড় মাংস খেতে চায় তবে তাঁকে 'হালাল' করা মাংস খেতে হবে। একটা পশুকে মারার দুধরনের নীতি ধর্ম অনুযায়ী মানা হয়। প্রথমটা 'হালাল' যা পশুটাকে ধীরে ধীরে কেটে রক্ত ফেলা হয়। যা ইসলাম ধর্মানুরাগীরা মেনে থাকেন। আর দ্বিতীয়টা 'ঝটকা' যা পশুটাকে এক ঝটকায় কেটে ফেলা হয়। এই হালাল মাংস খাওয়া হিন্দু ও শিখ ধর্মে বারণ। কিন্তু বিসিসিআই এই নিয়ম বজায় রাখতে চায় খেলোয়াড়দের সুস্থ ও সতেজ রাখার জন্য।