নিজস্ব সংবাদদাতাঃ গালওয়ান উপত্যকার সংঘর্ষের নায়ক শহীদ কর্নেল সন্তোষবাবুকে মঙ্গলবার এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন সাহসিকতা পদক - মহাবীর চক্র (মরণোত্তর) পুরষ্কারে সম্মানিত করেন। প্রয়াত কর্নেলের মা ও স্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। অপারেশন স্নো লেপার্ডের সময় লাদাখ সেক্টরের গালওয়ান উপত্যকায় শত্রুর মুখে একটি পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করার সময় চীনা সেনাবাহিনীর আক্রমণ প্রতিরোধের জন্য সন্তোষবাবুকে সাহসিকতা পদক দেওয়া হয়েছিল।