নিজস্ব সংবাদদাতাঃ গুলিতে আহত তৃণমূল নেতার মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জে গণ্ডারমোড় এলাকায় একটি লটারির দোকানে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ সোলেমান। আচমকা বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর মাথায় গুলি করে। গুলি ছিটকে জখম হন লটারি বিক্রেতাও। আহত তৃণমূল নেতাকে প্রথমে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকাল ৬টা নাগাদ মৃত্যু হয় তাঁর।