নিজস্ব সংবাদদাতাঃ দিনকয়েক আগেই হয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। এবার আগামী ৪ ডিসেম্বর (শনিবার) হতে চলেছে সূর্যগ্রহণ। যা চলতি বছরের শেষ তথা দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে। আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা থেকে সেই গ্রহণ দেখা যাবে। কিন্তু ভারত থেকে সেই গ্রহণ পরিলক্ষিত হবে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়ে থাকে। সেইসময় কোনও শুভ বা মাঙ্গলিক কাজ করা হয় না। মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। বৃশ্চিক রাশি এবং অনুরাধা ও জ্যৈষ্ঠ নক্ষত্রের উপর সূর্যগ্রহণের সর্বাধিক প্রভাব পড়বে।