হরি ঘোষ, দুর্গাপুর : রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে গাছ, আবার প্রতিবাদ করতে গেলে মিলছে হুমকি! দুর্গাপুরের আমরাইয়ের ঋষি অরবিন্দপল্লী এলাকায় এবার উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়লো। অভিযোগ, এলাকায় প্রায় একশো একরের মতো জমি রয়েছে। এই জমি প্লট করে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে মোটা টাকার বিনিময়ে। একই ভাবে অন্ধকার নামলেই জমি মাফিয়ারা দামি দামি গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। তারপর সেই জমিতেও চলছে প্লট করে বিক্রি। জমি মাফিয়াদের এই দাপাদাপিতে এখন বেশ অতিষ্ঠ এলাকার মানুষ। রবিবার রাতে দুষ্কৃতীরা ফের হানা দেয় ঋষি অরবিন্দ নগর সংলগ্ন এই এলাকায়, উত্তেজিত জনতারা এরপর রুখে দাঁড়ায় দুষ্কৃতীদের বিরুদ্ধে, জনতার ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু পরিস্থিতি শান্ত করতে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। সোমবার বেলা বাড়তেই ফের উত্তেজনা তৈরি হয় এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, বাধ্য হয়ে তারা একজোট হয়ে এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। সোমবার সকালেও টানটান উত্তেজনা তৈরী হয় দূর্গাপুর থানার অন্তর্গত আমরাইয়ের কাছে ঋষি অরবিন্দ নগরে, স্থানীয়রা দাবি জানাতে থাকে, এর আগেও বহুবার এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনের কাছে দরবার করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি, উল্টে অন্ধকার নামলেই দুষ্কৃতীরা এলাকা জুড়ে দাপিয়ে বেড়ায়, গাছ কেটে বিক্রি তো করছেই উল্টে সেই ফাঁকা জমি প্লট করে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে।এই জমি দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপির।