মাঠে চাষ করতে নেমে পড়লেন শিলাজিৎ

author-image
Harmeet
New Update
মাঠে চাষ করতে নেমে পড়লেন শিলাজিৎ

নিজস্ব সংবাদদাতাঃ “হেই সামালো ধান হো কাস্তেটা দাও শান হো” — জান কবুল ও মান কবুল করে মাঠে নেমে পড়লেন শিলাজিৎ। ট্রাক্টরের পিছনের দড়ি ধরে দিব্যি চাষ করতে শুরু করে দিলেন সংগীতশিল্পী। ফেসবুকে আপলোড করেছেন নিজের এই চাষাবাদের ভিডিও। সোমবার দুপুরে ফেসবুকে ভিডিওটি আপলোড করেন শিলাজিৎ। যেখানে ট্রাক্টরের পিছনে দড়ি ধরে থাকা অবস্থায় দেখা যাচ্ছে তাঁকে। সেই অবস্থাতেই চলছে ট্রাক্টরটি। এভাবেই চাষের জন্য কোপানো মাটি সমান করা হচ্ছে। যাতে তাতে ভালভাবে চাষ করা সম্ভব হয়। ভিডিও আপলোড করে শিলাজিৎ লিখেছেন, “কী আরাম মাটির সাথে মেলামেশাতে। ছোটবেলায় হারু কাকা, সোম মাঝি গরুর পেছনে মই বেঁধে জমি সমান করত। আমি বায়না ধরতাম আমিও চাষ দেব। বাধ্য হয়ে মাঝে মধ্যে কোলে তুলে নিয়ে আমার বায়না মেটাতো ওরা।বড় হয়ে গিয়েছি। হারু কাকারা নেই। ট্রাক্টর এখন জায়গা নিয়েছে গরুর। আর আমি বড় হলেও বাচ্চাই আছি।” মাটির কাছে থাকা মানুষদের জোর কতটা, তা গোটা দেশই দেখেছে। কৃষক আন্দোলনের চাপে রাষ্ট্রের কর্তারা কৃষি আইন প্রত্যাহার করছেন। ভারতের ইতিহাসে এই ঘটনা যে শুধু বিরল, তাই নয়, বলা ভালো বেনজির। কৃষকদের গুরুত্ব বুঝতে পেরেছে গোটা দেশ। এমন পরিস্থিতিতেই ছোটবেলার ইচ্ছে পূরণ করলেন শিলাজিৎ। সুযোগ পেয়েই নেমে পড়লেন চাষের ময়দানে।