নিজস্ব সংবাদদাতাঃ কর্নার থেকে গোল খেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এই নিয়ে দলের ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা চিন্তিত। তিনি বলেন, "সব দিক দিয়েই আমরা প্রস্তুতি নিয়েছি। কিন্তু সেট পিসেই গোল খেতে হল। ম্যাচের শেষ মিনিটে ওঁরা প্রায় একটা গোল করেই ফেলেছিল। ওঁরা জিততেও পারত। আমাদের আরও ফোকাস করতে হবে।"