নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুর : তমলুক নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় পায়রাচালী নবারুণ সংঘ এবং পাঠাগার, সঙ্গে বাগড়িয়া মিতালী সংঘ একসাথে যৌথ ভাবে রাষ্ট্রীয় জল মিশন কর্মসূচি পালন করল, যা বৃষ্টির জল সংগ্রহ করে রাখতে হবে, গ্রামে বেশি টিউবওয়েল বসানো যাবে না সেই বিষয়ে প্রশাসনকে সজাগ হতে হবে, জল দূষণ মুক্ত করতে হবে, যাতে জলের অপচয় কমানো যায় সেই বিষয়ে ক্লাবের সদস্যদের সহযোগীতা চাইতে হবে। এই অনুষ্ঠানে নেহেরু যুব কেন্দ্র স্বেচ্ছাসেবক সহ উপস্থিত ছিলেন ভারত সরকারের নেহেরুযুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর শঙ্কর চ্যাটার্জী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, প্রাক্তন গ্রাম সদস্য ৬ নম্বর সাবাজপুটের রমাকান্ত প্রধান, বিশিষ্ট আইনজীবী প্রবীর কুমার দাস,ক্লাব সভাপতি শিবুপদ নায়ক, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর দাস, অরবিন্দ দাস ,তাপস গিরি,সহ আরও অন্যান্য সদস্যবৃন্দ।
তাঁদের একাধিক কর্মসূচি ছিল এদিন। যেমন - পুকুরে পানা পরিস্কার।জলের ট্যাঙ্ক মেরামত ও পরিস্কার।বাড়ি বাড়ি গিয়ে জল সঞ্চয় ও অপচয়ের রোধ সচেতনতা করা।সচেতনতা পথসভা ও দেওয়াল লিখন করা হয়।জল সম্পর্কীয় সচেতনতা সিবির করা হয়।দুঃস্থ মানুষদের হাতে শীত বস্ত্র বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়।