জাতিগত জরিপ- বিজেপি-এনডিএ-র কাছে সোজা প্রশ্ন রাখলেন ওয়াইসি
পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ করা সত্যি সম্ভব?
অবৈধ সীমান্ত পারাপার রুখতে কঠোর হচ্ছে আমেরিকা!
প্রচণ্ড রোদ আর নয়, এবার তীব্র ঝড়ের গতিতে উড়ে যাবেন আপনি!
বন্দিদের মুক্ত করা নয়, শত্রুদের পরাজিত করাকে 'সর্বোচ্চ লক্ষ্য' এই প্রধানমন্ত্রীর!
ট্রাম্পের শুল্ক ক্ষতির পর ওয়াল স্ট্রিটের শেয়ারগুলি আবার ঘুরে দাঁড়াচ্ছে
১৫ মে থেকে এই ২ রাশির ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে!
তুলা রাশির জাতকদের ঋণ বাড়তে পারে, খরচ নিয়ন্ত্রণে রাখুন আজ
শনিবার কন্যা রাশির জাতকরা পদমর্যাদা ও প্রতিপত্তিতে এগিয়ে যাবেন, জেনে নিন অন্যান্য রাশির অবস্থা

নয়া ‘বব বিশ্বাস’ অভিষেককে নিয়ে তুমুল তর্ক নেটপাড়ায়

author-image
Harmeet
New Update
নয়া ‘বব বিশ্বাস’ অভিষেককে নিয়ে তুমুল তর্ক নেটপাড়ায়

নিজস্ব সংবাদদাতাঃ ৯ বছর পেরিয়ে ফিরছে বব বিশ্বাস। তবে বদলে যাচ্ছে তাঁর মুখ। সেই আলুথালু চেহারার, ঠান্ডা মাথার ভাড়াটে খুনি এবার শাশ্বত চট্টোপাধ্যায় নয়, সুজয়-কন্যা দিব্যা অন্নপূর্না ঘোষের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে 'বব বিশ্বাস' হিসেবে নাম ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।চোখে মোটা গোল ফ্রেমের চশমা, সিঁথে কাটা, পেতে আচরানো চুল, একেবারে সাদামাটা ভোলাভালা লুকে ছবিতে দেখা যাবে অভিনেতাকে। খানিকটা আগের বব বিশ্বাস-এর আদলেই। তবে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নেটিজেনের একাংশের মধ্যে নানা তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে। কারও মতে বব বিশ্বাসের চরিত্রে শুধুমাত্র শাশ্বত চট্টোপাধ্যায়কেই মানায়। আবার কারও মতে, চরিত্রে অভিষেক কী শাশ্বত মতো ঝাঁঝালো অভিনয় করতে পারবে? সেই নিয়ে উঠছে প্রশ্ন।স্বয়ং শাশ্বত কী বলছেন এই ব্যাপারে? এইমুহূর্তে অভিনেতা রয়েছেন মুম্বইয়ে। নেটফ্লিক্সের জন্য পরিচালক প্রতিম ডি গুপ্তের 'টুথ পরী' ছবির কাজে দারুণ ব্যস্ত তিনি। চলতি মাসের শেষ দিকেই শহরে ফিরবেন তিনি।মোবাইলেও প্রায় সারাক্ষণই সুইচড অফ। তবে এ প্রসঙ্গে অভিনেতার স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় জানালেন যে 'বব বিশ্বাস' হিসেবে অভিষেক বচ্চনকে তাঁর কিন্তু বেশ লেগেছে।
ওদিকে অমিতাভ বচ্চনও 'বব বিশ্বাস' এর ট্রেলার দেখে পুত্র অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় গোটা গোটা অক্ষরে টুইট করে বিগ বি লেখেন, ‘তোমার জন্য বাবা হিসেবে আমি গর্বিত’। কিন্তু দর্শক তা মানবে কি? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩ ডিসেম্বর। Zee5-এ মুক্তি পাবে এই ছবি।