প্লে স্টোরে ফের জোকার ভাইরাসের আগমন!

author-image
Harmeet
New Update
প্লে স্টোরে ফের জোকার ভাইরাসের আগমন!

নিজস্ব সংবাদদাতাঃ ফিরে এল জোকার ভাইরাস। একাধিক অ্যান্ড্রয়েড অ্যাপে ফের একবার ভয়ঙ্কর এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, এই জোকার ভাইরাস হল ম্যালিশিয়াস কোড, যা অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকে! ক্যাসপারস্কি-র অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার অ্যানালিস্ট তাতিয়ানা শিশকোভা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত মোট ১৪টি অ্যান্ড্রয়েড অ্যাপে এই ম্যালওয়্যারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ট্যুইট করে সেই সব অ্যাপের তালিকাও প্রকাশ করেছেন তাতিয়ানা।  সম্প্রতি যে ১৪টি অ্যাপে নতুন করে জোকার ভাইরাসের সন্ধান মিলেছে, সেগুলি এক নজরে দেখে নিন এবং যত দ্রুত সম্ভব আপনার ফোন থেকেও ডিলিট করে দিন অ্যাপগুলি। ১) সুপার-ক্লিক ভিপিএন ২) ভলিউম বুস্টিং হিয়ারিং এইড ৩) ব্যাটারি চার্জিং অ্যানিমেশন বাবল এফেক্টস ৪) ফ্ল্যাশলাইট ফ্ল্যাশ অ্যালার্ট অন কল ৫) ইজ়ি পিডিএফ স্ক্যানার ৬) স্মার্টটিভি রিমোট ৭) হ্যালোউইন কালারিং ৮) ক্লাসিক ইমোজি কিবোর্ড  ৯) ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইক্যুয়ালাইজার ১০) সুপার হিরো এফেক্ট   ১১) ব্যাটারি চার্জিং অ্যানিমেশন ওয়ালপেপার ১২) ড্যাজ়লিং কিবোর্ড ১৩) ইমোজিওয়ান কিবোর্ড ১৪) নাও QRকোড স্ক্যান