লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন প্রধানমন্ত্রী আল-দাবিবাহ

author-image
Harmeet
New Update
লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন প্রধানমন্ত্রী আল-দাবিবাহ

নিজস্ব সংবাদদাতাঃ 

লিবিয়ায় আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দাবিবাহ।



রোববার রাজধানী ত্রিপোলির হাই ন্যাশনাল ইলেকটরাল কমিশনের দফতরে গিয়ে নিজের প্রার্থিতার আবেদন জমা দেন তিনি।



এর আগে আল-দাবিবাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এই বিষয়ে সংশয় থাকলেও বৃহস্পতিবার নির্বাচনের পূর্বশর্ত অনুযায়ী সম্পদের তালিকা দাখিলের মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত হয়।


লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী মিসরাতার বাসিন্দা ৬২ বছর বয়সী আবদুল হামিদ আল-দাবিবাহ গত ফেব্রুয়ারি থেকে দেশটিতে জাতিসঙ্ঘের উদ্যোগে প্রতিষ্ঠিত ঐক্যমতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সুইজারল্যান্ডে জাতিসঙ্ঘের উদ্যোগে লিবিয়ার বিবাদমান পক্ষগুলোর দীর্ঘ সংলাপের পর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি এই অন্তর্বর্তী সরকার গঠনে সবপক্ষ সম্মত হয়।