নিজস্ব সংবাদদাতাঃ চীনের মোট জনসংখ্যার ৭৬ শতাংশের বেশি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) কর্মকর্তা উ লিয়াংইউ।
তিনি জানান, গত ১৯ নভেম্বর পর্যন্ত চীনের ৭৬ দশমিক ৩ শতাংশ মানুষকে টিকার পূর্ণ ডোজের আওতায় আনা হয়েছে।
শনিবার এনএইচসির মুখপাত্র মি ফেং এক সংবাদ সম্মেলনে জানায়, দেশের মোট ১ দশমিক ০৭৬ বিলিয়ন মানুষ কোভিড-১৯ টিকার পূর্ণ ডোজ পেয়েছেন। এর পাশাপাশি দেশটির ৬৫ দশমিক ৭৩ শতাংশ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ পেয়েছেন বলে জানিয়েছেন লিয়াংইউ।