নিজস্ব সংবাদদাতাঃ মদিনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরিফ জিয়ারতকারীদের সংখ্যা সীমিত করেছে সৌদি কর্তৃপক্ষ। রওজা জিয়ারতের জন্য প্রতিদিন মাত্র ৩০ জনকে অনুমতি দেওয়া হবে। রোববার সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক বিশেষ সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ ইতামারানা ও তাওয়াক্কালনার মাধ্যমে এই অনুমতি নিতে হবে। এছাড়া ওমরা করতে যাওয়া ব্যক্তিরা মসজিদের নববির ভেতরে আল-রওজা আল শরিফার মধ্যে নামাজ পড়তে চাইলে তাদেরকেও এই দুটি অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। আবেদনকারীদের বয়স অবশ্যই ১২ বছরের বেশি হতে হবে এবং করোনার পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত হতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদে নববিতে প্রবেশ এবং সেখানে নামাজ পড়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না।