ত্রিপুরা ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

author-image
Harmeet
New Update
ত্রিপুরা ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরার রাজনৈতিক অশান্তি এবার সুপ্রিম কোর্টে। তৃণমূলের দায়ের করা আদালত অবমাননার মামলাটি সোমবার গৃহীত হয়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবার মামলার শুনানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে অনুমতি না দেওয়া, তৃণমূলকে বাধা দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে এদিনই মামলা দায়ের করেছে। তা গ্রহণ করে মঙ্গলবার শুনানি হবে শীর্ষ আদালতে। বিপ্লব দেবের রাজ্যে রাজনৈতিক অশান্তি নিয়ে এর আগে তৃণমূলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পুরভোট অবাধ, সুষ্ঠুভাবে করতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। এ নিয়ে বিপ্লব দেব সরকারকে কার্যত কড়া বার্তাই দিয়েছিল তৃণমূল। কিন্তু দেখা গেল, কার্যক্ষেত্রে তা মেনে চলা হয়নি।