নিজস্ব সংবাদদাতাঃ বিধিনিষেধের সপ্তাহ পার হয়ে গেলেও এখনও বায়ুদূষণ কমার কোনও লক্ষণ নেই রাজধানীতে। সোমবারও দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে দূষণের মাত্রা “অতি খারাপ” পর্যায়েই রইল। এদিন সকালে দিল্লিতে বাতাসের গুণমান ছিল ৩৫২। অন্যদিকে, পার্শ্ববর্তী নয়ডাতে ফের “বিপজ্জনক” পর্যায়ে পৌছেছে বাতাসের গুণমান। বাতাসের গুণমান পরীক্ষা করার সংস্থা সফরের তরফে জানানো হয়েছে, সকাল সাতটা নাগাদ দিল্লিতে বাতাসের গুণমান ছিল ৩৫২, যা অতি খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। আজ সারাদিনই বাতাসের গুণমান এই পর্যায়েই থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, পার্শ্ববর্তী নয়ডাতে ফের বেড়েছে দূষণের মাত্রা। সেখানে এদিন বাতাসের গুণমান ছিল ৪১৪, যা “বিপজ্জনক” পর্যায়ে পড়ে।