নিজস্ব সংবাদদাতাঃ আগরতলায় পা রেখেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। এখানে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। প্রত্যেকবারই এখানে আমাদের সভা আটকানো হয়। ত্রিপুরায় মহিলাদের নিরাপত্তা নেই। মহিলা প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে। স্লোগান দেওয়ার জন্য যদি সায়নী ঘোষকে গ্রেফতার করা হয় তাহলে প্রধানমন্ত্রীকেও কেন গ্রেফতার করা হবে না? মোদীও পশ্চিমবঙ্গে গিয়ে খেলা হবে স্লোগান দিয়েছিলেন।'