নিজস্ব সংবাদদাতাঃ বিদেশী বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ পড়ে ৭৮.৮৯ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে। ইউরোপে কোভিড ১৯ এর সংক্রমণ বাড়ার কারণে অর্থনীতির উন্নতি শ্লথ গতিতে হচ্ছে। অন্যদিকে প্রধান দেশগুলির দ্বারা অপরিশোধিত তেলের ভান্ডার রিলিজ করে দেওয়ার সম্ভবনায় তেলের দাম কমেছে। অপরিশোধিত তেলের দাম কমায় দেশে পেট্রোল ডিজেলের দাম আগামী দিনে আরও কম হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।