আসানসোলে সুচনা হল ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সম্মেলন

author-image
Harmeet
New Update
আসানসোলে সুচনা হল ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সম্মেলন

রাহুল পাসওয়ান, আসানসোলঃ ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আসানসোল রবীন্দ্র ভবনে দুদিন ব্যাপী দ্বিতীয় সম্মেলনের সুচনা হল রবিবার ।এদিন সকালে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন সিপিএমের জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন, গৌরাঙ্গ চ্যাটার্জি, পার্থ মুখার্জি, সহ একাধিক সিপিএম নেতা। এদিন পার্থ মুখার্জি বলেন, আসানসোল মুল শহরের এরিয়া কমিটির সম্মেলন চলছে। জনগনের বিভিন্ন দাবিকে সামনে রেখে কি ভাবে আন্দোলন গড়ে তোলা যায় ।বেকার সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে সমস্ত স্তরের মানুষকে নিয়ে আলোচনা করা হবে। আগামী দিনে রাজ্যের সাথে সাথে আসানসোলেও রয়েছে পুরসভা নির্বাচন।তাঁর আগে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ও জনমুখী আন্দোলন গড়ে তোলার আলোচনা হতে পারে বলেও মনে করছে আসানসোলের রাজনৈতিক মহল।