হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন CITU-এর দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ডের ক্যাম্প। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ই শ্রম কার্ড প্রকল্পের সূচনা করেছে সমস্ত অসংগঠিত শ্রমিকদের জন্য। আর এই ই-শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইন পোর্টালে। ই শ্রমকার্ডের মাধ্যমে শ্রমিকদের দুর্ঘটনা ঘটলে বীমা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প CITU র দলীয় কার্যালয়ে হতে দেখা যায় রবিবার।
বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, 'কোনো সরকারি প্রকল্প পৈতৃক সম্পত্তি নয়, সাধারণ মানুষের টাকায় হয় সরকারি কাজ। CITU শ্রমিকদের পাশে আছে সেইজন্য বিনামূল্যে এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে সুবিধা দিচ্ছে।'