বিএসএনএলের সম্পত্তি বিক্রির পথে কেন্দ্র

author-image
Harmeet
New Update
বিএসএনএলের সম্পত্তি বিক্রির পথে কেন্দ্র

নিজস্ব সংবাদদাতাঃ ভারত সঞ্চার নিগম লিমিটেড ও মহানগর টেলিফোন নিগম লিমিটেডের বিপুল পরিমাণ সম্পত্তি বিক্রির লক্ষ্যে দরপত্র চাইল কেন্দ্র। কেন্দ্রের লগ্নি এবং সরকারি সম্পদ পরিচালনা দফতর এই দরপত্র চেয়েছে। যদিও শনিবার দীপম এই দরপত্র চাইতেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন। কলকাতা, হায়দরাবাদ, চণ্ডীগড় ও ভাবনগরে বিএসএনএল-এর যে সম্পত্তি বিক্রি করা হবে তাঁর ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ৬৬০ কোটি টাকা। এবং এমটিএনএলের বিক্রি হতে চলা সম্পত্তির পরিমাণ ৩১০ কোটি। এদিকে এই সম্পত্তি বিক্রি প্রসঙ্গে সংস্থার কর্মচারী ইউনিয়নের অভিযোগ, দেশে ৫জি নিয়ে তত্পর সরকার বিএসএনএলের ৪জি পরিষেবা চালু করা নিয়ে ঢিলেমি করছে। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, সংস্থার টাওয়ার ও অপটিক্যাল ফাইবার বিক্রি করে বিএসএনএলকে আরও বেহাল দশার দিকে ঠেলে দিচ্ছে সরকার।