নিজস্ব সংবাদদাতাঃ কোভিডের সরকারি মোবাইল অ্যাপ CoWIN-কে অন্যান্য জনস্বাস্থ্যের উদ্যোগেও প্রসারিত করার পরিকল্পনা করা হচ্ছে। চিকিৎসা ডেটার একটি জাতীয় ভাণ্ডার তৈরি করাই এর মূল লক্ষ্য। জরুরি পরিষেবায় কাজে লাগানো হবে এই অ্যাপকে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম বর্তমানে প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের টিকাকরণের ডেটা সংগ্রহ করে। আগামী দিনে এর প্রসার শিশু টিকাদান ও ব্লাড ব্যাঙ্কের ডেটা রেকর্ডে করা যেতে পারে। এমনটাই জানালেন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আধিকারিক আরএস শর্মা। 'এই প্ল্যাটফর্মটির প্রচার হয়েই রয়েছে। ফলে এটাকেই আমরা বিভিন্ন কাজের জন্য পুনরায় ব্যবহার করতে পারি,' বললেন CoWIN অ্যাপের মুখ্য উদ্যোগী আরএস শর্মা৷ এটিকে সরকারের ফ্ল্যাগশিপ জনস্বাস্থ্য বিমা কর্মসূচির সঙ্গেও যুক্ত করা যেতে পারে। আরএস শর্মা বলেন, 'একটি শিশুকে দেওয়া টিকা, তা বেসরকারি হাসপাতাল বা সরকারি হাসপাতালই হোক না কেন, এই প্ল্যাটফর্মে রেকর্ড করা হবে। এতে আমাদের কাছে খুব স্পষ্ট রেকর্ড থাকবে। যেন কোনও শিশু টিকার ডোজ মিস না করে।'