শালবনীতে মাটির সৃষ্টি প্রকল্পের সোলার প্যানেল ভেঙে দেওয়ার অভিযোগ

author-image
Harmeet
New Update
শালবনীতে মাটির সৃষ্টি প্রকল্পের সোলার প্যানেল ভেঙে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক, শালবনী : মাটির সৃষ্টি প্রকল্পে থাকা বিদ্যুতের সোলার প্যানেলে ভেঙে ফেলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মহাশোলে। মহাশোল কলোনি সংসদে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের মাধ্যমে বন্ঠিত উদ্বাস্তুদের অসেচ জমিতে শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাটির সৃষ্টি প্রকল্পে কাজু বাদাম সহ বিভিন্ন ফলের গাছ লাগানো হয়। মূলত ওই গ্রামের ৪২টি পরিবারকে আর্থিক ভাবে সাবলম্বী করার জন্য এই প্রকল্প। জল সেচের জন্য সোলার বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে ১৪ লক্ষ টাকা খরচে। বুধবার রাতে সোলার প্যানেলগুলিতে পাথর ছুঁড়ে, লাঠি দিয়ে কেউ বা কারা নষ্ট করে দেয় বলে অভিযোগ। এরফলে গাছগুলিতে জল দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ঘটনার অভিযোগ জমা পড়েছে শালবনী বিডিও দপ্তর ও পুলিশের কাছে। শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ বলেন, 'অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পুলিশে জানানো হয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আবেদন জানিয়েছি।' 



আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm