হরি ঘোষ,দূর্গাপুর: স্থানীয় কাউন্সিলার রমাপ্রসাদ হালদার এক্কেবারে লুঙ্গি পরে তৈরী চাষের জমিতে চাষ করতে, সাথে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান উপাধ্যায়, দূর্গাপুরের দলের কনভেনর মৃগেন পাল সহ অনেক দলীয় নেতৃত্ব। রীতিমতো দূর্গাপুরের চাষীপাড়ায় নিজের ওয়ার্ডে কৃষকের বেশে মাঠে চাষ করলেন স্থানীয় কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রমাপ্রসাদ হালদার। গরু লাঙ্গল হাতে নিয়ে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের খুশিতে শনিবার অভিনব এক কর্মসূচিতে মাতলেন চাষিরা, সাথে ছিলেন খোদ তৃণমূল কাউন্সিলার ও দূর্গাপুর নগর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। চাষির বেশে আনন্দে মেতে দূর্গাপুর নগর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার জানালেন, 'এই কাজটা যদি আগেই করতেন নরেন্দ্র মোদী তাহলে এত কৃষকের মৃত্যু হতো না আজ'।