নিউজ ডেস্ক, মেদিনীপুর: মেদিনীপুর বনবিভাগে এবার সক্রিয় গাছ পাচার চক্র। এই চক্র তিনদিনে দুই লক্ষ টাকার শাল গাছ কেটে নিয়ে পালালো। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদড়া ফরেস্টে। চাঁদড়ার আমাঝরণার জঙ্গলে মোটা ও পুরনো অনেক শাল গাছ রয়েছে। রয়েছে সেগুন গাছও। সেই সব শাল গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। মোট তিন দিনে কুড়িটির বেশি শাল গাছ কেটেছে বলে জানা গিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই গাছ চুরিতে বড় ধরণের কোনো পাচার চক্র কাজ করছে। মূলত বৃষ্টির রাতেই গাড়ি নিয়ে জঙ্গলে প্রবেশ করছে। ব্যবহার করছে মেশিন করাত।
বন দফতরের কর্মী সংখ্যা অনেক কম। বিস্তীর্ণ জঙ্গল পাহারা দেওয়াও অসম্ভব। নেই রেঞ্জে কোনো গাড়ি। বীট অফিসগুলিতেও নেই বাইক। রাতের অন্ধকারে হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে কিভাবে সম্ভব গাছ রক্ষা করা, তা নিয়ে প্রশ্ন থাকছেই। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা জানিয়েছেন, গাছ পাচার চক্র ধরতে নিয়মিত রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যেও কর্মীরা ডিউটি দিচ্ছেন। দিনের বেলাতেও জঙ্গলে পাহারায় থাকছেন। এলাকাবাসীকেও সতর্ক করা হয়েছে রাতে জঙ্গলে গাড়ি ঢুকলে নজর রাখার জন্য।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm