অখিলেশের দলের সঙ্গে জোট বাঁধার আশায় তৃণমূল

author-image
Harmeet
New Update
অখিলেশের দলের সঙ্গে জোট বাঁধার আশায় তৃণমূল

নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্য চব্বিশের লোকসভা ভোট। তাঁর আগে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের মতো দুই রাজ্যের বিধানসভা ভোট ফেব্রুয়ারিতে। লোকসভা ভোটের জমি তৈরির জন্য সামনের বিধানসভা ভোটে এই দুই কৃষিপ্রধান রাজ্যে সলতে পাকানো শুরু করে দিয়েছে তৃণমূল। সব ঠিক থাকলে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও লড়তে চলেছে তৃণমূল। তবে এককভাবে নয়, অখিলেশ যাদবের দলের সঙ্গে সদর্থক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে সে রাজ্যে চারটি আসনে প্রার্থী দিতে পারে বাংলার শাসক দল। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইসিসির প্রাক্তন সভাপতি কমলাপতি ত্রিপাঠীর পৌত্র রাজেশ ত্রিপাঠী ও তাঁর পুত্র ললিতেশপতি ত্রিপাঠী। আলোচনা ফলপ্রসূ হলে ললিতেশ তাঁর পুরনো কেন্দ্র মিরজাপুরের মারিহান থেকে লড়বেন। অখিলেশের সঙ্গে আলোচনা খুব বেশি এগোয়নি বলে জানিয়েছেন সে রাজ্যে তৃণমূলের সভাপতি নীরজ রাই। তবে শেষ পর্যন্ত সদর্থক সাড়া মিললে ললিতেশের সঙ্গে আরও তিনটি আসনে রফা হতে পারে বলে জানাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।